ব্যাকরণ কাকে বলে কত প্রকার ও কি কি
যে পুস্তক পাঠ করলে কোন ভাষার ইতিহাস, ব্যবহার এবং নিয়ম কাননু জানা যায় তাকে ব্যকরণ বলে
ড,সুনিতকুমার চট্টোপাধ্যায় মতে যে পুস্তক পাঠ করলে কোন ভাষার ইতিহাস, ব্যবহার এবং নিয়ম কাননু জানা যায় তাকে ব্যকরণ বলে
, যে বিদ্যা অর্জন করলে কোন ভাষার বৈশিষ্ট্য জানা যায় এবং লিখতে, পড়তে,বলার সময় শুদ্ধরূপ উচ্চারন করা হয় তাহলে, তাকে ঐ ভাষার ব্যকরণ বল
বাংলা ভাষা ব্যকরণ সাধারণত ৪ প্রকার।
বর্ণনামূলক ব্যাকরণ
ঐতিহাসিক ব্যাকরণ
তুলনামূলক ব্যাকরণ
বিচারমূলক ব্যাকরণ
যে ব্যাকরণ কোন নির্দিষ্ট সময়ের মধো ভাষার বিশ্লেষণ এবং বর্ণনা করে, তাকে বর্ণনামূলক ব্যাকরণ বলে।
যে ব্যাকরণ কোন নির্দিষ্ট সময়ের বর্ণনা না করে, ভাষার ধারাবাহিক কাল বর্ণনা করে, তাকে ঐতিহাসিক ব্যাকরণ বলে।
যে ব্যাকরণ কোন ভাষার সংগঠন এবং প্রয়োগ নীতি নিয়ে তুলনা করে,তাকে তুলনামূলক ব্যাকরণ বলে।
যে ব্যাকরণ কোন ভাষার উৎপত্তি, এবং বিবর্তন বিশ্লেষণ করে, তাকে দার্শনিক বিচারমূলক ব্যাকরণ বলে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url